ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ভবন থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ভবন থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

রাজধানীর খিলগাঁও এলাকায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে মোবাশ্বের হোসেন (১৬) নামে এক শিক্ষার্থী মারা গেছে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। গত শনিবার রাত ১১টার দিকে খিলগাঁও মেরাদিয়া জি-ব্লকে ঘটনাটি ঘটে। গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করে পুলিশ। মোবাশ্বের নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে। জানা যায়, ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মোবাশ্বের। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। খিলগাঁও থানার পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার সাহা বলেন, মোবাশ্বেরের বাড়ি নোয়াখালী। সেখানে একটি স্কুল থেকে এসএসসি দিয়েছিল। চলতি মাসের ৮ তারিখে খিলগাঁওয়ের ওই ভবনে মানিক নামের এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। ১০তলা ভবনের সাততলায় মানিকসহ কয়েকজন মেস করে থাকেন। তিনি আরো বলেন, গত শনিবার রাতে মেবাশ্বের সাততলার বারান্দা দিয়ে অসাবধানবশত নিচে পড়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত