ফাউন্ডার’স কমিউনিটি ক্লাব লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠান

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গত ২০ জুলাই ৪৪ জন ফাউন্ডার সদস্য নিয়ে ঢাকা বোট ক্লাব এ “ফাউন্ডার’স নাইট” নামের অনুষ্ঠানের মাধ্যমে “ফাউন্ডার’স কমিউনিটি ক্লাব লিঃ” এর সভাপতি জনাব বিপ্লব চন্দ্র বিশ্বাস ক্লাবের কার্যকক্রমের শুভ সূচনা ঘোষনা করেন। স্বাগত বক্তব্যে ক্লাবের প্রথম পরিচালনা পরিষদের সভপতি জনাব বিপ্লব বিশ্বাস, অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানান এবং ধন্যবাদ দেন। তিনি উপস্থিত ফাউন্ডার সদস্যদের কাছে ক্লাবের প্রথম পরিচালনা পরিষদকে পরিচয় করিয়ে দেন। তারা হলেন সহ সভাপতি ইস্তিয়াক সারোয়ার, সাধারণ সম্পাদক জাকের জাহান শুভ্র, সহঃ সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক খান রিকু, অর্থ সম্পাদক সাকিব সরকার এবং জনাব মজিবুর রহমান শ্যামল, জনাব নাফিস আহসান চৌধুরী, জনাব আশিকুল ইসলাম তমাল ও জনাব আব্দুল মালেক আরিফ পরিচালক হিসেবে আছেন। “ফাউন্ডার’স নাইট” অনুষ্ঠানের টাইটেল স্পসর ছিলেন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান “আমার পে” গোল্ড স্পসর হিসেবে ছিলেন স্টার লাইট ট্যুরস এন্ড ট্রাভেলস ও দ্যা মল বিডি ও গিফট স্পসর হসেবে ছিলেন লিভিং টেক্স, যান্ত্রিক ও আলমিরাহ।