ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির (বিএএএস) ২০২১-২২ কার্যনির্বাহী কমিটির নির্বাচন গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরে অনুষ্ঠিত হয় এবং নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ড. মো. আশরাফুল হক, অধ্যাপক, ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ফলাফল প্রকাশ করেন। কমিটির সভাপতি পদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি পদে ড. মির্জা মোফাজ্জল ইসলাম, মহাপরিচালক, বিনা, ও অধ্যাপক ড. এম. মোফাজ্জল ইসলাম, উপাচার্য, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গা। সাধারণ সম্পাদক পদে ড. মো. সেলিম খান, পরিচালক, বিসিএসআইআর ল্যাবরেটরিজ, রাজশাহী। কোষাধ্যক্ষ পদে ড. মো. জাহাঙ্গীর আলম, উপাচার্য (চলতি দায়িত্ব), বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, ঢাকা, যুগ্ম সম্পাদক পদে ড. মো. ফারুক হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে যথাক্রমে ড. মো. শাহজাহান কবীর, মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর, অধ্যাপক ড. অলোক কুমার পাল, উপ-উপাচার্য, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ড. এজেএম সিরাজুল করিম, অধ্যাপক (অব.), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, মো. শহিদুল ইসলাম, সাবেক পরিচালক, বিসিএসআইআর ও অধ্যাপক ড. এম কামরুজ্জামান, উপাচার্য, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নির্বাচিত হয়েছেন। এ সময় বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতি (২০২১-২২) এর গঠনতন্ত্র মোতাবেক ৯টি সেকশনের সভাপতিও নির্বাচিত হয়। সেকশন ১ থেকে ৯. এর নির্বাচিত সভাপতিগণ হলেন- ড. মো. সোহেলা আক্তার, পরিচালক, টিসিআরসি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর, সেকশন ২, ড. ফারজানা আক্তার, অধ্যাপক, বোটানি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, সেকশন ৩, ড. জীবন পোদ্দার, অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেকশন ৪, ড. মো. খবির উদ্দিন, অধ্যাপক, পরিবেশবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেকশন ৫, ড. কুয়াশা মাহমুদ, পরিচালক (গবেষণা), বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউট, সেকশন ৬, অধ্যাপক, ড. হারুন-উর-রশীদ, চেয়ারম্যান, কিডনি ফাউন্ডেশন, মিরপুর, সেকশন ৭, প্রকৌশলী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ডিন, ফ্যাকাল্টি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, সেকশন ৮, ড. পার্থ সারথী বিশ্বাস, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও সেকশন ৯ ড. মো. রুহুল আমিন, অধ্যাপক, কীটতত্ত্ব বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত