ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জের পোশাক কারখানায় আগুনে আহত ৩০

নারায়ণগঞ্জের পোশাক কারখানায় আগুনে আহত ৩০

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় কারখানার কর্মরত আনুমানিক ৩০ জন কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ২৭ জনকে নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাসান বিপুল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন এখানে এসেছেন। তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। বেশিরভাগই আগুনের ধোঁয়ায় আহত হন। ফকির অ্যাপারেলসের সহকারী ব্যবস্থাপক বোরহান উদ্দিন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমাদের প্রশিক্ষিত ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে আহত ২৭ জন কর্মীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের কেউই গুরুতর আহত নন। এদিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে জানান, আগুন ৩০ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় কেউ দগ্ধ হননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত