মোহাম্মদপুরে নকশাবহির্ভূত ভবন ভাঙল রাজউক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় নকশাবহির্ভূত পাঁচটি নির্মাণাধীন ভবনের আংশিক অপসারণ ও নির্মাণাধীন একটি ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি দুটি ভবনের মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার সকাল ১০টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরার নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। শারমিন আরা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৫/১) মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি এলাকায় রাজউক নকশা ছাড়া ভবন নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নকশাবহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ দুটি ভবনের মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট বলেন, কয়েকটি নকশাবহির্ভূত ভবনে প্রাথমিকভাবে সতর্ক করে কাজ বন্ধ করাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একইসঙ্গে তারা যেন পরবর্তী সময়ে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়। এলাকাটি ড্যাপের আওতাধীন হওয়ায় কোনো নতুন ভবন নির্মাণ করতে হলে রাজউক থেকে অনুমোদন নিতে হবে। শারমিন আরা বলেন, ডেঙ্গু রোগের সংক্রমণ ও বিস্তার রোধে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পানি যেন জমে না থাকে মালিকদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তী কর্মসূচিতে লার্ভা শনাক্ত হলে জরিমানাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড সাব্বিরুল হোসেন, প্রধান ইমারত পরিদর্শক ফাতহ, ইমারত পরিদর্শক বাপ্পি বিশ্বাসসহ রাজউকের কর্মকর্তারা।