পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন কক্সবাজার মডেল হাইস্কুল

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারে সম্পন্ন হলো পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব। চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার মডেল হাইস্কুল। রানার্সআপ হয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। কুইজ পরীক্ষায় বিজয়ী হয়েছেন ৬ জন। তারা হলেন, ক্যাটাগরি-১ (ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি) প্রথম কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র শফিকুল আনোয়ার আফিফ, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে- কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র অরুনাভ সেন ও অরুনেশ সেন। ক্যাটাগরি-২ (নবম ও দশম শ্রেণি) এ প্রথম হয়েছে রামু খিজারী সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আছেম ইবনে ওবাইদ, দ্বিতীয়-কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাজিফা নুর ইরা ও তৃতীয়-বায়তুশশরফ জব্বারিয়া একাডেমী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী সাদিয়াতুল কিবরিয়া নোভা। সেরা বিতার্কিত নির্বাচিত হয়েছেন রামু ক্যান্টনম্যান্ট ইংলিশ স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র আদিত্য সিকদার। উৎসবে কক্সবাজার ও বান্দরবান জেলার ১৪টি স্কুলের ১৫৪ জন বিতার্কিক ছাড়াও অন্তত ৯০০ জন শিক্ষার্থী অংশ নেন। ‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগান নিয়ে গত রোববার শহরের ঐতিহ্যবাহী বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুরু হয় বিতর্ক উৎসব। গতকাল সকাল ৯টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন প্রথম বন্ধুসভা কক্সবাজারের সভাপতি উম্মে সাদিয়া হোসেন সিকদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বন্ধুসভার সাধারণ সম্পাদক নুরুল আবছারের নেতৃত্বে ৩০ জন সদস্য। উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার কারিগর এমএম সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘বিতর্ক শুধু যুক্তি নয়, জ্ঞানেরও লড়াই। বিতর্ক করলে জানার পরিধি বাড়ে। বিতর্ক মানুষকে যৌক্তিক হতে শেখায়। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যুক্তির খুবই প্রয়োজন।’ সিরাজুল ইসলাম বলেন, সাদাকে সাদা কালোকে কালো বলার মধ্যেও বিতর্ক আছে। মুক্তিযুদ্ধের সময়ও বিতর্ক হয়েছে। শেষে জয় হয়েছে।