চালকের অসুস্থ প্রতিযোগিতায় পুকুরের মধ্যে যাত্রীবাহী পরিবহণ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
সরু মহাসড়কে বিবেকহীন প্রতিযোগিতায় যাত্রীবাহী দুটি পরিবহণের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে ইলিশ পরিবহণের এসি বাস উল্টে পুকুরে পরেছে। শ্যামলী পরিবহণের অপর যাত্রীবাহী বাস মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২০ জন গুরুত্বর আহত হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পরিবহণ থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের বরাত দিয়ে জানান, ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী ইলিশ পরিবহণ দুর্ঘটনাস্থল অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহণের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ইলিশ এসি পরিবহণটি মহাসড়কের পার্শ্ববর্তী পুকুরে উল্টে পরে। অপর যাত্রীবাহী শ্যামলী পরিবহণটি মহাসড়কের পাশে খাদে পরে যায়। তিনি আরো জানান, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পুকুরের মধ্যে উল্টে পরা ইলিশ পরিবহণ থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনকে এবং শ্যামলী পরিবহণ থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, চালক ও সুপারভাইজার পলাতক থাকায় দুর্ঘটনাকবলিত বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী বাসিন্দারা জানিয়েছেন, সরু মহাসড়কে বিবেকহীন প্রতিযোগিতার কারণেই দুটি পরিবহণের সংষর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ইলিশ পরিবহণটি মহাসড়কের পার্শ্ববর্তী পুকুরের মধ্যে উল্টে পড়েছে।