পাল্টাপাল্টি মামলায় সিসিকের দুই কাউন্সিলর কারাগারে

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিলেট ব্যুরো

পাল্টাপাল্টি মামলায় সিসিকের দুই কাউন্সিলর কারাগারে। নবনির্বাচিত কাউন্সিলর সাঈদ মো. আবদুল্লাহ এবং সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রসহ মহড়া এবং দলীয় কর্মীকে মারধরের ঘটনায় দায়েরকৃত পাল্টাপাল্টি মামলায় সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানকে কারাগারে পাঠানোর এক দিন পর একই ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাঈদ মো. আবদুল্লাহকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দিন সাঈদ আব্দুল্লাহকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে গত সোমবার সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানকে কারাগারে পাঠানো হয়েছে। তারা দুইজনই পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। আদালত সূত্রে জানা যায়, সিসিক নির্বাচনকালীন সময়ে ৭নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রসহ মহড়ার ঘটনায় দায়েরকৃত মামলায় গতকাল সোমবার আফতাব হোসেন খান সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন প্রার্থনা করলে বিচারক আব্দুল মোমেন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে অস্ত্রসহ মহড়ার ঘটনায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আফতাবের প্রার্থিতাও বাতিল করে নির্বাচন কমিশন। এদিকে, গতকাল আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর কর্মীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাঈদ মো. আবদুল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের আইনজীবী মো. নাসির উদ্দিন। এই মামলায় সাঈদ আবদুল্লাহ ছাড়াও ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকার বাসিন্দা ছবের মিয়া, আকলিছ মিয়া, এমাদ উদ্দিন সুয়েব, আমিন মিয়া, আল-আমিন, কাজী মিজান, মো. মোবারক হোসাইন, জীবন, ফরিদ মিয়া ও রাজন আহমদকেও কারাগারে পাঠানো হয়েছে।