ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শিল্পকলায় মিতসুবিশি এশীয় শিশুদের চিত্র প্রদর্শনী

শিল্পকলায় মিতসুবিশি এশীয় শিশুদের চিত্র প্রদর্শনী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল মিতসুবিশি এশীয় শিশুদের সচিত্র দিনলিপি (এনিক্কি ফেস্টা) বাংলাদেশের প্রদর্শনী, সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত সোমবার বিকালে জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিজয়ী শিশুদের পুরস্কার ও সনদপত্র তুলে দেয়া হয়। এর আগে বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে মিতসুবিশি এশীয় শিশুদের সচিত্র দিনলিপি (এনিক্কি ফেস্টা) বাংলাদেশের চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের ২নং গ্যালারিতে বিকাল ৪টায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ এবং চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত