বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বার্তা’র মোড়ক উন্মোচন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ কর্তৃক প্রকাশিত বুলেটিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বার্তা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে কনফারেন্স রুমে এই বুলেটিনটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন বেরোবির উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। বেরোবির গত এক বছরের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য ও ছবি নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বার্তা প্রকাশ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।