ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে ডেঙ্গু জ্বরে বৃদ্ধের মৃত্যু

বরিশালে ডেঙ্গু জ্বরে বৃদ্ধের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে (শেবাচিম) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মিডিয়া সেল থেকে এই জানানো হয়েছে। নিহত জালাল বেপারী পিরোজপুরের নাজিরপুর এলাকার বাসিন্দা। রোগীর স্বজন রঞ্জুয়ারা বেগম বলেন, তার কয়েক দিন ধরেই প্রচণ্ড জ্বর ছিল। অনেক বমি করেছে। শরীরে কোনো শক্তি ছিল না। গত ২৪ জুলাই তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শেবাচিম হাসপাতালেই ভর্তি হন ৭৩ জন। এছাড়া মঙ্গলবার পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে সব মিলিয়ে ৭৯৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বিভাগের সরকারি হাসপাতালগুলোতে চলতি মৌসুমে ৩ হাজার ৭৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৯২৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত