রংপুর জেলা অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
ডেমোক্রেসি ওয়াচের উদ্যোগে রংপুর জেলা পর্যায়ে অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা হলরুমে জেলা পর্যায়ে অপরাজিতা নেটওয়ার্ক সদস্যদের আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত সদস্যের মতামতের ভিত্তিতে রংপুর জেলায় ২১ সদস্যবিশিষ্ট জেলা অপরাজিতা নেটওয়ার্ক কমিটি গঠন করা হয় এতে সভাপতি নির্বাচিত হয় সাবেক এমপি সাহিদা রহমান জোসনা, সহ-সভাপতি ক্ষ্যান্ত রানী রায়, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা, কোষাধ্যক্ষ আনজুমানারা বেগম রাখি, সাংগঠনিক সম্পাদক সুলতানা আক্তার। এতে ১৫ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।