ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শীতলক্ষ্যায় ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

শীতলক্ষ্যায় ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ ও এর আশপাশের এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপ-পরিচালক মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এস্কাভেটর (ভেকু) দিয়ে ১৮টি পাকা ও আধা পাকা স্থাপনা, পাঁচটি বাঁশের জেটি ও চারটি ড্রেজারের পাইপসহ মোট ২৭টি অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় অবৈধভাবে বিআইডব্লিউটিএ’র জায়গায় বালু রাখার দায়ে কাঁচপুর ব্রিজ এলাকার মো. হারুন নামের একজনকে বিশহাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত