নাসিকের হোল্ডিং ট্যাক্স কমাতে মেয়রকে স্মারকলিপি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরের ৯টি ওয়ার্ডের প্রায় ১৯০০ বাসিন্দা হোল্ডিং ট্যাক্স কমানোর দাবিতে গত মঙ্গলবার নাসিকের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন। নাসিকের নগর ভবনে মেয়র বরাবরে ১৯০০ বাসিন্দার স্বাক্ষরিত স্মারকলিপিটি মেয়রের দপ্তরে জমা দেয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমরা নিম্ন স্বাক্ষরকারীরা নাসিক বন্দর জোনের ১৯ থেকে ২৭নং ওয়ার্ডের বাসিন্দা। শীতলক্ষ্যা নদীর কারণে পূর্বপারের বাসিন্দারা শহরের তুলনায় সর্বপ্রকার আধুনিক সুবিধা থেকে বঞ্চিত। আপনি অবগত আছেন যে, বর্তমান বিশ্ব মন্দার প্রভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মহীনতা, আয় সংকোচনসহ নানা যৌক্তিক কারণে মানুষের জীবনযাত্রার মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে।