টুকরো খবর
রাজমিস্ত্রির মৃত্যু
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামে বিদ্যুতায়িত হয়ে রমণী বালা (৪৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি (রমণী) একই গ্রামের ধীরেন বালার ছেলে। গতকাল শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার জানান, কোদালধোয়া গ্রামের হরেন্দ্র নাথ ঘরামীর ছেলে নিখিল ঘরামির বাড়িতে গত বৃহস্পতিবার বিকালে গোয়ালঘর নির্মাণের কাজ করছিল রাজমিস্ত্রি রমণী বালা। এ সময় বৈদ্যুতিক সংযোগ দিয়ে রড কাটার সময় রমণী বালা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তার হাত ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। রমণীকে বাঁচাতে গিয়ে বাড়ির মালিক নিখিল ঘরামিও আহত হয়।