ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

নগরীর পোর্ট রোডস্থ আবাসিক হোটেল সি-প্যালেসের একটি কক্ষ থেকে রানা মিয়া শাকিল (২১) নামের এক ফল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ এবং জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের নিজ বাড়ির পাশের একটি আম গাছ থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় চন্দ্রা বেপারি (১৬) নামের দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উভয় লাশের ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার দুপুরে মর্গে প্রেরণ করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, গতকাল শুক্রবার সকালে হোটেল সি-প্যালেসের তৃতীয় তলার ২০৯ নম্বর কক্ষের দরজা ভেঙে ফল ব্যবসায়ী রানা মিয়া শাকিলের ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত