ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠনে তৎপর
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অছাত্র, বিবাহিত ও বয়স্কদের নিয়ে জেলা শহরের পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠণের প্রাণপণ চেষ্টা করছেন প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতা। বিষয়টি গতকাল শুক্রবার সকালে চাউর হলে দীর্ঘদিন থেকে রাজপথে থাকা ওই উপজেলার বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ একাধিক নেতৃবৃন্দরা জানিয়েছেন, কমিটি গঠনের ব্যাপারে এখনো কেউ তাদের মতামত নেয়নি। তবে বির্তকিত কাউকে কমিটিতে রাখা হলে সেই কমিটি কেউ মেনে নেবেন না। কারণ এমনিতেই দীর্ঘকাল থেকে বাবুগঞ্জে বিরোধীদলের সংসদ সদস্য।