ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
গরমে অস্থির জনজীবনে অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে ঢাকার আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি। পল্টন, মতিঝিল, গুলিস্তান, বাড্ডা, হাতিরঝিল, মালিবাগ, খিলগাঁও, বাসাবোসহ রাজধানীর অধিকাংশ এলাকায় বৃষ্টি হয়েছে। সকালে আবহাওয়া অফিসের বার্তায় আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল। সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তিনি আরো জানান, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী তিন দিনে আরো বাড়বে বৃষ্টিপাত।