রাজশাহীতে তাহের হত্যার দুই আসামির ফাঁসি কার্যকর

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বিজয় ঘোষ, রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদকে হত্যার দায়ে দণ্ডিত দুই আসামি ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন নিহতের পরিবার ও স্থানীয়রা।

১৭ বছর বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। দুইটি অ্যাম্বুলেন্সে করে রাত ১২টায় তাদের লাশ কারাগার থেকে বের করে নিয়ে যাওয়া হয়। জাহাঙ্গীরের দাফন করা হয় রাজশাহী নগরীর খোঁজাপুর কবরস্থানে। আর মহিউদ্দিনকে ফরিদপুরের ভাঙ্গায় তার গ্রামের বাড়িতে। নিহত অধ্যাপক তাহেরের মেয়ে ও মামলার আইনজীবী সেগুফতা আহমেদ বলেন, রায় কার্যকরে তারা খুশি হয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর এই রায় কার্যকর হয়েছে। কিন্তু আমরা ভাই-বোন বাবাকে বাবা বলে ডাকতে পারি না। তার বুকে মাথা রাখতে পারি না। এইটা আমাদের বড় কষ্ট। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, জেল কোর্ড অনুযায়ী গত বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে রায় কার্যকর করা হয়েছে। পরবর্তীতে লাশ তাদের পরিবারের সদস্যরা নিয়ে যান।