ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিমানবন্দরের টয়লেটে মিলল দুই কেজি তরল স্বর্ণ

বিমানবন্দরের টয়লেটে মিলল দুই কেজি তরল স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে প্রায় ২ কেজি তরল স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৯ লাখ টাকা। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিমানন্দরে অভিযান চালানো হয়। এতে টিজি আর গুদাম সংলগ্ন টয়লেটের পানি নির্গমনের গর্তে পরিত্যক্ত অবস্থায় নীল রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় আটটি ডিম্বাকৃতি স্বর্ণ সদৃশ বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করেন সেগুলোতে স্বর্ণ রয়েছে। পরে নিশ্চিত হওয়ার জন্য কষ্টি পাথর ও অ্যাসিড দিয়ে পরীক্ষা করা হয়। এতে ২৪ ক্যারেট পেস্ট আকৃতির ২ কেজি ১০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। বিশেষজ্ঞ মতামত অনুযায়ী, প্রতি ১০০ গ্রামে ৯ দশমিক ৫০ গ্রাম থেকে ১০ গ্রাম তরল বাষ্পীভূত হওয়ায় স্বর্ণের ওজন হ্রাস পেতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত