ঢাবিতে ‘কার্যকর যোগাযোগ দক্ষতা’ শীর্ষক কর্মশালা
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিটের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ‘কার্যকর যোগাযোগ দক্ষতা’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিটের উপদেষ্টা ড. মো. রেজাউল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুখলেছুর রহমান সরকার, ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডের (আইএসএসবি) ডেপুটি প্রেসিডেন্ট লে. কর্নেল তানভীর আহমেদ এবং আইডিন কনসাল্টিং-এর প্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিক রিসোর্ট পারসন হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের জন্য শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, ছাত্রছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে। অসচ্ছল শিক্ষার্থীদের জীবনমানের উন্নয়নেও এই ইউনিট কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সময় ও সুযোগের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কর্পোরেট জগতে শিক্ষার্থীদের আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার কৌশল শিখতে হবে। প্রযুক্তিগত জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।