বরিশালে বাসা-বাড়ির আশপাশের ডোবানালা পরিষ্কার-পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা দূর করা, এডিসের লাভা নিধনসহ ডেঙ্গু মশার ওষুধ নিয়মিত ব্যবহার করার মাধ্যমে মশা ধ্বংস করা ও প্রতিরোধ করার আহ্বান জানিয়ে নগরীতে হুইসেল বাজিয়ে সাইকেল র্যালি করা হয়েছে। গতকাল বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে বরিশাল ব্লাড ডোনারর্স ক্লাবের আয়োজনে সাইকেল র্যালির কার্যক্রম শুরু হয়। পরে ক্লাবের ৩০ জন ছেলে ও মেয়ে সদস্যরা একযোগে নগরীর বিভিন্ন সড়কে সাইকেল র্যালি ও হুইসেল বাজিয়ে নগরবাসীকে ডেঙ্গু থেকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ক্যাম্পিং প্রচারণা করেন।