ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিক নিহত

টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিক নিহত

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে সীমানা প্রাচীর ধসে তিন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় পাগাড় জিনু মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়ইকান্দি এলাকার আরিফ হাসানের ছেলে বকুল (৩৫), একই এলাকার নর্দানগর এলাকার আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ (৩৫)। আহতদের পরিচয় জানা যায়নি। গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাগাড় জিনু মার্কেট এলাকায় একটি বাড়ির সীমানা প্রাচীরের পাশ দিয়ে ড্রেনের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ করে সীমানা প্রাচীরটি ধসে পড়ে। এতে কমপক্ষে ১৮ জন শ্রমিক আহত হয়। পরে তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তিনজনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত