সুয়ারেজ লাইনে কাজ করার সময় নিহত দুই

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে সুয়ারেজ লাইনে কাজ করার সময় মো. আল-আমিন (৩৪) ও মো. সাইফুল ইসলাম (৫৬) নামে দুই শ্রমিক নিহত হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মী আব্দুল কাইউম জানান, সকাল সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুলের পাশে সুয়ারেজ লাইন পরিষ্কার করার জন্য প্রথমে দুই ঘণ্টা লাইনের মুখ খুলে রাখা হয়। প্রথমে সাইফুল নিচে পরিষ্কার করার জন্য নামেন। প্রায় আড়াই ঘণ্টা পরও তিনি উঠে না এলে আল-আমিন নিচে নামেন। পরে তিনি না উঠলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহত আল-আমিনের গ্রামের বাড়ি রংপুর জেলার বড় দরগায়। তার বাবার নাম আজাদ হোসেন। আলামিন এক সন্তানের বাবা। তবে সাইফুলের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা দুজনেই বর্তমানে সায়েদাবাদ ওয়াসা কলোনি এলাকায় থাকতেন।