প্রবীণ সাহিত্য সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
এজিং সাপোর্ট ফোরাম আয়োজিত প্রবীণ সাহিত্য সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ডেফোডিল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ড. কাজী খলীকুজ্জামান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কাজী রিয়াজুল হক, প্রবীণ অধিকার ফোরামের সভাপতি জীবন কানাই লাল। অনুষ্ঠানে ‘প্রবীণ জীবন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং প্রবীণ বিষয়ে কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পীরা। স্বাগত বক্তৃতাসহ অনুষ্ঠান সঞ্চালনা করেন এজিং সাপোর্ট ফোরামের সভাপতি লেখক হাসান আলী। এছাড়াও কবি ও কথাসাহিত্যিক রোকেয়া ইসলাম, কবি মুশতারী বেগম, রাজিয়া সুলতানা পিংকীসহ অনুষ্ঠানে প্রায় দুশতাধিক সাহিত্য ও সংস্কৃতিজন উপস্থিত ছিলেন।