কেরানীগঞ্জে পুলিশের সোর্স হত্যা, গ্রেপ্তার সাত
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নৃশংসভাবে কুপিয়ে সাইফুল ইসলাম নামে এক পুলিশের সোর্সকে হত্যা মামলায় মূল পরিকল্পনাকারী রাজনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর শাহবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) এম ফখরুল হাসান। তিনি জানান, গত রোববার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় পুলিশের সোর্স সাইফুল ইসলামকে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসহভাবে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং চোখ উপড়ে ফেলে নির্মমভাবে হত্যা করে। গ্রেপ্তাররা হলো মো. রাজন হোসেন, মো. জানে আলম, মো. গর্দা সুমন, মো. লিটন হোসেন, মো. দিপু, মো. সরোয়ার আকন্দ, মো. সজীব। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। র্যাব জানায়, ভিকটিম সাইফুল দীর্ঘদিন ধরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন এবং একই এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে কাপড়ের ব্যবসা করতেন। গ্রেপ্তারকৃত আসামিরা রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বসবাস করত। ভিকটিম সাইফুল এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশের সোর্স হিসেবে কাজ করত। তিনি বিভিন্ন সময় সন্ত্রাসী ও মাদক ব্যবসা সম্পর্কে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকেও সহায়তা করতেন।