ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

খুলনায় যুবকের মৃত্যু

খুলনায় যুবকের মৃত্যু

খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে সোহাগ পাটোয়ারি নামে এক যুবক নিহত হয়েছে। গত সোমবার দিনগত রাত ১২টার দিকে দুর্বৃত্তরা তাকে মহানগরীর ৪ নম্বর কাশেম সড়ক সবুজপল্লি এলাকার প্রধান সড়কের পাশে কুপিয়ে ফেলে রেখে যায়। সোহাগ ওই এলাকার মালেক পাটোয়ারির ছেলে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, রাতে ফোন করে সোহাগকে ডেকে নেয় দুর্বৃত্তরা। সবুজপল্লি প্রধান সড়কের পাশে পৌঁছামাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা চাপাতি ও ছুরি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানান, সোহাগ পাটোয়ারি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে চারজন উপস্থিত ছিলেন। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত