সাত প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মোঃ মোস্তফা কামাল, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দা উৎপাদন মজুদ ও বিক্রি করার দায়ে সাত প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মডেল কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করে এ জরিমানা আদায় করে। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) এম ফখরুল হাসান জানান, গতকাল বুধবার সকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মডেল কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপ ও জর্দা উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে কিনবো মেনুফেকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৮ লাখ টাকা, সাগর ব্যাটারি হাউজ লিমিটেডকে ২ লাখ টাকা, এসএম ক্যাবলস লিমিটেডকে ৫ লাখ টাকা, জেডি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ লাখ টাকা, মিনহাজ কেমিক্যাল জর্দা ফ্যাক্টরি লিমিটেডকে ১ লাখ টাকা, এসএম রিয়াজ এন্টারপ্রাইজ লিমিটেডকে ২ লাখ টাকা ও নিউ কেবি মেটালস লিমিটেডকে ১ লাখ টাকা করে জরিমানা প্রদান করেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা লাভের আশায় নকল পণ্য সরবরাহ করে আসছিল। সাধারণ মানুষ এসব নকল পণ্য ব্যবহার করলে নানা রকম বিপদে পড়তে পারে। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’