ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

খুমেকে ২৪ ঘণ্টায় নতুন ১৮ ডেঙ্গু রোগী

খুমেকে ২৪ ঘণ্টায় নতুন ১৮ ডেঙ্গু রোগী

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে মোট ৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুভাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৩৮০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৮ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ৬৮ জন রোগী ভর্তি রয়েছে। তিনি আরো জানান, ডেঙ্গু রোগীদের জন্য মেডিসিন বিভাগে পাঁচটি ইউনিট খোলা হয়েছে। এই পাঁচ ইউনিটে মোট বেড সংখ্যা ৩৪টি।

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত