চট্টগ্রামের হোটেলে বিজয় ইন্টারন্যাশনালের উদ্যোগে এক পুনর্মিলনী অনুষ্ঠানে ১৫০ জন অতিথি বিজয় ইন্টারন্যাশনালকে স্বাগত জানিয়েছে। কারণ, তারা পাপড়ির বাবা-মাকে খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে। এটি ছিল বিজয় ইন্টারন্যাশনাল এবং সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশের যৌথ উদ্যোগ। বিজয় ইন্টারন্যাশনালের সিইও জয়া বার্লিন ৮ বছর আগে ফরিদপুর গার্লস সেফ হোমে তার পুনর্বাসন নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের সাথে যোগদান করেছিলেন। ছোট শিশু পাপড়ি, যে ১৬ বছর আগে তার পরিবার থেকে হারিয়ে গেছে, সে এখন বার্লিন পরিবারকে তার নিজের পরিবার হিসেবে ভাবে। জয়ার সাথে প্রথম দেখা হওয়ার পর থেকেই পাপড়ির সাথে তার মায়ার বন্ধন শুরু হয়। জয়া বার্লিন এবং তার স্বামী জ্যাকব বার্লিন তাদের পাঁচ সন্তানের সাথে পাপড়িকে তাদের নিজের সন্তানের মতো অবর্ণনীয় ভালোবাসা দিয়েছেন। জয়া বার্লিন বলেছেন, ‘তিনি তাকে মিস করবেন। কিন্তু প্রত্যেক ছেলে মেয়েরই স্বপ্ন থাকে, তাদের নিজের বাবা-মায়ের সাথে থাকার।’ পাপড়ি তার জন্মদাতা পিতামাতার সাথে পুনরায় মিলিত হতে পারায় বার্লিন পরিবার খুব খুশি। তারা জানে যে পাপড়ির সাথে তাদের বন্ধন মজবুত এবং তারা এখনো তার সব স্বপ্ন পূরণ করার জন্য তার পাশে থাকার পরিকল্পনা করেছে। তিনি এখনো বিজয় ইন্টারন্যাশনালের প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। পুনর্মিলনী অনুষ্ঠানটি আবেগীয় এবং হৃদয় ছোঁয়ার মতো ছিল। জয়া বার্লিনের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে ভিডিও কলে উপস্থিত ছিলেন আরমা দত্ত, এমপি মোহাম্মদ কামরুল ইসলাম, যুগ্ম সচিব পরিচালক (প্রতিষ্ঠান), সমাজসেবা অধিদপ্তর, কাজী নাজিমুল ইসলাম, পরিচালক-বিভাগীয় সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম, মো. ফরিদুল আলম, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম, কাউন্সিলর ২নং ওয়ার্ড, চট্টগ্রাম সিটি করপোরেশন, এসএম সুজাউদ্দিন রাশেদ ব্যবস্থাপক-সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, ফরিদপুর।