ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

রাজশাহীর মোহনপুরে গরুবাহী ভটভটি, অটোরিকশা ও সাইকেলের এই ত্রিমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল সকাল সোয়া ১০টার সময় উপজেলার বাকশৈল এলাকায় রাজশাহী-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), সাঁকোয়া গ্রামের আবুল হোসেন (৫৫), বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের জিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিজুর রহমান (৩৫)।

আহতরা হলেন- মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর রহমান, তৈয়বুর রহমান, গাঙ্গোপাড়া গ্রামের আনসারুজ্জামান, বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন, ভটভটিচালক মামুন। এসআই সাখাওয়াত হোসেন বলেন, গতকাল সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশৈল গ্রামে গরুবাহী ভটভটি, অটোরিকশা ও সাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আরো পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত