বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই গ্রেপ্তার

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরের পীরগঞ্জে আপন বড় ভাইকে খুন করার পর পালিয়ে থাকা ছোট ভাই মহিবুলসহ তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- পীরগঞ্জ উপজেলা ওসমানপুর বৈরাগীপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে মো. মহিবুল ইসলাম ও একই গ্রামের আপেল উদ্দিনের ছেলে মো. আব্দুল মালেক। গত বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেণ। এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকা মহানগরীর উত্তরা এলাকায় র‌্যাব-১ অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে।