রাজশাহীতে র‌্যালি ও লিফলেট বিতরণ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি উপলক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর সিএনবির মোড় এলাকায় র‌্যালির আয়োজন করেন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়। র‌্যালি শেষে স্থানীয়দের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। এ সময় আনসার ও ভিডিপি রাজশাহী জেলা কমান্ডেট রাকিবুল ইসলাম বলেন, বর্তমান সময়ে ডেঙ্গু খুব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের রাজশাহী সিটিতে আমার পাওয়া তথ্যমতে গত ২৪ ঘণ্টায় ৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। আমরা জানি এটা পরিশ্রমের শহর। তাই আমরা যদি ব্যক্তিগতভাবে সবার ভেতরে সচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে। তিনি আরো বলেন, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশে আমরা সচেতনতা সৃষ্টির জন্য র‌্যালি লিফলেট বিতরণ ও মাইকিনসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করেছি।