রংপুরে বিএসটিআই ৬০ কার্টন অবৈধ মশার কয়েল জব্দ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে বিএসটিআই বিভাগীয় কার্যালয় ৬০ কার্টন অবৈধ মশার কয়েল জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর দোলাপাড়া, এলাকায় নারায়ণগঞ্জ হতে আগত একটি নৈশকোচ থেকে মশার কয়েলের কার্টন নামানো হচ্ছে এমন সংবাদ বিএসটিআই, রংপুর অফিসে পৌঁছলে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের অফিস প্রধান উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৬০ কার্টন অবৈধ মশার কয়েল দেখতে পায়। বিএসটিআই’র উপস্থিতি টের পেয়ে ডিলার, এসআর ঘটনাস্থল ত্যাগ করে। দায়িত্বশীল কোনো ব্যক্তি না পাওয়ায় ডিলার/এসআর’র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। বিএসটিআই’র প্রধান কার্যালয়কে অবৈধ মশার কয়েল উৎপাদনকারী মেসার্স আনোয়ার কনজুমার প্রোডা., নারায়ণগঞ্জ প্রতিষ্ঠানের চিহ্নিত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে এবং ৬০ কার্টন অবৈধ মশার কয়েল জব্দ করে বিএসটিআই, রংপুর অফিসে রাখা হয়েছে। জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।