নারী ফুটবলারদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো
খুলনায় বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামের সুপার কুইন ফুটবল একাডেমির চার নারী ফুটবলারকে বেঁধে মারধরের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) খুলনা জেলা শাখা। বিডিইআরএমের জেলা কমিটির সভাপতি সুব্রত কুমার মিস্ত্রির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভুতোষ রায়। সমাবেশে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, অ্যাডভোকেট প্রসেঞ্জিত দত্ত, সালমা জাহান, জয়দেব দাস, শিল্পী গাইন, মিলন দাস, কিশোর রায়, রাম দাস, শান্তা মণ্ডল, পবিত্র মণ্ডল, বন্যা পাল প্রমুখ। নারী ফুটবলারদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, নারীরা ফুটবলাররা একের পর এক শিরোপা জিতছে। সেই ফুটবলারের ওপর হামলা করার অর্থ হলো তাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা। তারা আরো বলেন, খেলাধুলা আমাদের সন্তানদের নানারকম খারাপ অভ্যাস থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু একটি মহল চাইছে এরা যেন বিপথগামী হয়ে পড়ে। কিন্তু সচেতন অভিভাবকরা তা হতে দেবে না।