ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বিমানের হজ কার্যক্রম ২০২৩ এর সফল পরিসমাপ্তি

বিমানের হজ কার্যক্রম ২০২৩ এর সফল পরিসমাপ্তি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২০২৩ সালের হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল বিমানের পোস্ট হজের শেষ ডেডিকেটেড ফ্লাইট ৩৬১২ সকাল ০৯টা ১০ মিনিটে ৩৫৮ জন সম্মানিত হাজীকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এছাড়াও শিডিউল ফ্লাইট বিজি ৩৩৬-এর মাধ্যমে গতকাল ৫০ জন সম্মানিত হাজী দেশে ফিরেছেন। এ বছর পোস্ট হজে বিমান মোট ১৬৮টি ফ্লাইটের মাধ্যমে সর্বমোট ৫৯,২৭৩ জন হাজী পরিবহন করেছে। পোস্ট হজ ফ্লাইট শুরু হয় গত ২ জুলাই থেকে। এছাড়াও এবছর বিমান প্রি-হজে মোট ১৬০টি ফ্লাইটের মাধ্যমে ৬১,১৬৮ জন হজযাত্রী পরিবহন করেছিল। ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও হজ ফ্লাইট পরিচালিত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হজ ফ্লাইটকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। পবিত্র হজ পালন শেষে হাজীগণকে নির্বিঘ্নে দেশে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপত্বি করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ এবং ২০২৩ সালে বিমানের হজ কার্যক্রমের সমন্বয়ক যুগ্মসচিব মো. ছিদ্দিকুর রহমান ও অন্যান্য পরিচালকবৃন্দ, বিমান ও সিভিল এভিয়েশনের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। হজ ফ্লাইট অবতরণের পর অতিথিরা সম্মানিত হাজীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে জমজমের পানি তুলে দেন। প্রতিমন্ত্রী মহোদয় সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা করার জন্য বিমান ও সিভিল এভিয়েশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত