নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নূর আলমকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।
এর আগে ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নূর আলমকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, নূর আলম ও তার সহযোগীরা মিলে ভিকটিমকে অপহরণ করে ধর্ষণ করে নিজেরা আত্মগোপন করে পলাতক থাকে। আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ফতুল্লার কাশিপুরের আসাদ মিয়ার ছেলে নুরকে গ্রেপ্তার করা হয়।