চট্টগ্রামে প্রচুর ইলিশ
তবুও স্বাদবঞ্চিত সাধারণ ক্রেতা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মহানগরীর সবক’টি হাট-বাজারে পাওয়া যাচ্ছে ছোট-বড় সব সাইজের ইলিশ। তবে দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতারা স্বাদ নিতে পারছে না মাছের রাজা ইলিশের। ফলে বেচাকেনাও তেমন জমছে না। এমন মতামত ব্যক্ত করেছেন মাছ ব্যবসায়ীরা। গতকাল নগরীর চকবাজারে কাঁচাবাজারের মাছ বিক্রেতা সঞ্জয় দাশ বলেন, বাজারে ইলিশের সরবরাহ ভালো। তবে নতুন আসায় দাম কিছুটা বেশি।
সরবরাহ আরো বাড়লে ধীরে ধীরে দাম কমবে। তবে আপাতত দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতারা কিনতে পারছে না বাঙালির প্রিয় খাবার ইলিশ মাছ। তিনি জানান, প্রায় মাছের দোকানে বিভিন্ন সাইজের ইলিশ সাজানো রয়েছে। তম্মধ্যে ইলিশ মাছের সংখ্যা বেশি। বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ মাছের দাম ১ হাজার ২০০ টাকা, ২ কেজি ওজনের ২ হাজার ২০০ টাকা, দেড় কেজি বা তার চেয়ে বেশি ১ হাজার ৮০০ টাকা। এক কেজির কম ইলিশের কেজি হাজার টাকা। আধাকেজির নিচের সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে! এ অবস্থায় প্রায় সব ক্রেতাই মাছের দাম শুনেই চলে যাচ্ছেন। একই কথা বলেছেন নগরীর কাজীর দেউরি বাজারে আসা বেসরকারি চাকরিজীবী দেবরাজ চৌধুরী। তিনি বলেন, বাজারে ইলিশ মাছের ভালোই সরবরাহ দেখছি। কিন্তু দাম বেশ চড়া। এক কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ টাকা, ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম নিচ্ছে ৯০০ থেকে এক হাজার টাকা, ছোট ইলিশের কেজি ৭০০-৮০০ টাকা। এছাড়া জাটকা মাছ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকায়। এত দামে ইলিশ কিনব কীভাবে? ক্রেতারা বলছেন, বাজারে বিভিন্ন সাইজের ইলিশ দেখা যাচ্ছে। তবে দাম এখনো নাগালের বাইরে।
দাম শুনে ইলিশে হাত দেওয়া যাচ্ছে না। নগরীর বহদ্দারহাট বাজারে মাছ কাটায় ব্যস্ত আমির হোসেন বলেন, বাজারে ইলিশের বিক্রি এখনো কম। সারা দিন মিলে ৪-৫টির বেশি ইলিশ মাছ কাটিনি। মাছ বিক্রেতারা বলছেন, নিষেধাজ্ঞা ওঠার পর সমুদ্রে মাছ ধরা শুরু হয়েছে। মাছ নিয়ে ফিরতে শুরু করেছে জেলেরা। সাগরে আরো বেশি ইলিশ ধরা পড়লে দামও কমতে শুরু করবে। তবে এখন মাছের দাম বাড়ার জন্য জ্বালানি তেলের দাম বৃদ্ধিও অনেকটা দায়ী। মাছ ব্যবসায়ীদের মতে, সরকারি নির্দেশনা অনুযায়ী গত ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। ট্রলারবোঝাই মাছ নিয়ে ফিশারি ঘাটে ফিরছেন জেলেরা।