ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কেরানীগঞ্জে ব্যবসায়ী হত্যা মূল পরিকল্পনাকারীসহ আরো তিনজন গ্রেপ্তার

কেরানীগঞ্জে ব্যবসায়ী হত্যা মূল পরিকল্পনাকারীসহ আরো তিনজন গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পোশাক ব্যবসায়ী সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যাকাণ্ডের ঘটনার পরিকল্পনাকারীসহ আরো তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গত বৃহস্পতিবার মাদারীপুর ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মাস্টারমাইন্ড সুমন ওরফে কালা সুমন, তুহিন ও খোকন মাতব্বর ওরফে কালা খোকন। গতকাল বিকালে র‌্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব বিষয়টি জানিয়েছেন। এনায়েত কবির সোয়েব জানান, তারা হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। মামলা হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন তারা। গ্রেপ্তারকৃত সুমন ওরফে কালা সুমনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ পাঁচটি মামলা, তুহিনের বিরুদ্ধে চারটি মাদক মামলা ও খোকন মাতবর ওরফে কালা খোকনের বিরুদ্ধে চুরি, মাদকসহ ৫টি মামলা রয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, গত ৩০ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় সাইফুল ইসলাম নামে এক পোশাক ব্যবসায়ীকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরে চোখ উপড়ে ফেলে হত্যাকারীরা। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এর আগে, গত ১ আগস্ট এই হত্যাকাণ্ডে সাতজনকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। তারা হলেন- রাজন হোসেন, জানে আলম, সুমন ওরফে গর্দা সুমন, লিটন হোসেন, দিপু, সরোয়ার আকন্দ ও সজীব। তখন সুমন, তুহিন ও খোকন পলাতক ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত