বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
১৯৯০ সালের ৩ আগস্ট ‘বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা’ প্রতিষ্ঠিত হয়। শোককে শক্তিতে পরিণত করে, জাতির পিতার সোনার বাংলা গড়াই হোক ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মিয়া মনসফ এবং সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটনের নেতৃত্বে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কেন্দ্রীয় কমিটি, ঢাকা জেলা কমিটি, ঢাকা মহানগর কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ইডেন কলেজ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, হাটি হাটি পা পা করে আমরা ৩৩ বছর অতিবাহিত করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি।