ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গাজীপুরে ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরে ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘি সাতরং এলাকা থেকে ৩ হাজার ৩০০ ইয়াবাসহ শাকের আহমদ শাকিল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার দিনগত রাত পৌনে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিল কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা তেলীপাড়া এলাকার মৃত হাসান সওদাগরের ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান জানান, টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘি সাতরং এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় শাকের আহমদ শাকিলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার ৩০০ ইয়াবা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৯০ হাজার টাকা। জব্দ করা ইয়াবাগুলো কক্সবাজার থেকে ক্রয় করে গাজীপুরের মজনু মিয়ার নিকট বিক্রির জন্য টঙ্গীর হিমারদিঘি সাতরং এলাকায় অবস্থান করে শাকিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত