রংপুরে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিল থেকে জামায়াত-শিবিরের আটজনকে আটক করে পুলিশ। গতকাল শনিবার দুপুরে রংপুর নগরীর ভাঙ্গা মসজিদের গলি থেকে এ বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের নামাজের পর রংপুর নগরীর ভাঙ্গা জামে মসজিদ ও মসজিদের গলি থেকে জামায়াত শিবির বিক্ষোভ মিছিল বের করে। এ সময় সদর জামে মসজিদ থেকে আরো একটি জামায়াত শিবিরের মিছিল বের হয়। মিছিল দুটি একসঙ্গে হয়ে সুপার মার্কেট হয়ে পায়রা চত্বরের দিকে যাওয়ার পথে মিনি মার্কেটের সামনে পুলিশ বাধা দেয় এবং লাঠিপেঠা শুরু করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ মিছিল থেকে আটজনকে আটক করে। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার উৎপল কুমার রায় জানান, কোনো রকম অনুমতি ছাড়াই হঠাৎ করে জামায়াত-শিবির নগরীতে মিছিল বের করে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে। আমরা মিছিলটি শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছি। এ সময় আটজনকে জামায়াত-শিবিরের নেতাকর্মী সন্দেহে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।