চারঘাট উপজেলায় গরুর শরীরে ল্যাম্পিংস্কিন রোগ দেখা দেওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। বেশ কিছুদিন থেকে চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় গরুর শরীরে ল্যাম্পিংস্কিন ডিজিজ নামে রোগ দেখা দেওয়ায় এলাকাবাসী ও গরু খামারিদের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে। সূত্র মতে, জানা যায়, চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় গরুর ল্যাম্পিংস্কিন রোগ দেখা দেওয়ায় সাধারণ মানুষের মনে হতাশা বিরাজ করছে। এ ব্যাপারে জানতে চাইলে চারঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াশিম আকরাম বলেন, উপজেলার কিছু কিছু এলাকায় গরুর শরীরে ল্যাম্পিংস্কিন ডিজিজ নামক রোগটি দেখা দিয়েছে। এ রোগের জন্য সরকারিভাবে প্রতিরোধমূলক সামান্য ভ্যাকসিন আছে। প্রতিরোধের এই ভ্যাকসিন যা আছে তা দিয়েই কোনো রকম কাজ চালানো হচ্ছে। তবে তিনি বলেন, উপজেলার প্রত্যেকটি একালায় গিয়ে গরু খামারিদের সতর্কতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। যেমন- গরুর খামার/ঘর পরিষ্কার রাখতে হবে, গরুকে নিয়মিত গোসল করাতে হবে ও গরুকে মশা-মাছির হাত থেকে রক্ষা করতে মশারি ব্যবহার করতে বলা হয়েছে। তাছাড়া গরুর শরীরে রোদ বা আলো বাতাস লাগে তার জন্য দিনের বেলায় গরুকে আলো বাতাসযুক্ত জায়গায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, চলতি মৌসুমে বর্ষণ কম হওয়ায় এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে আতঙ্কিত না হয়ে গরুর যত্ন নেওয়ার জন্য বলা হয়েছে।