ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

লেবু আনতে গিয়ে হাতির আক্রমণে আহত বাকপ্রতিবন্ধী

লেবু আনতে গিয়ে হাতির আক্রমণে আহত বাকপ্রতিবন্ধী

লেবু আনতে গিয়ে হাতির আক্রমণে মো. সাইফুদ্দিন (৩০) নামের এক বাকপ্রতিবন্ধী গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় বোয়ালখালীর করলডেঙ্গা ইউনিয়নের মইতলা এলাকায় এ ঘটনা ঘটে। মো. সাইফুদ্দিন করলডেঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ করলডেঙ্গা এলাকার বখতিয়ার পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। আহতের ভাই মো. ইমরান বলেন, গতকাল সকালে করলডেঙ্গার পাহাড়ি এলাকায় লেবু আনতে যায় সাইফুদ্দিন। সেখানে হাতির আক্রমণে আহত হয়। পরে তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হামিদুল হক মান্নান জানান, পাহাড়ে কাজ করার জন্য গেলে হাতির আক্রমণের শিকার হয়েছে বলে শুনেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত