ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নারী নিহত

সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় অটোরিকশা আরোহী এক নারী নিহত হয়েছেন। তার নাম নাজমা বেগম (৪৬)। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার উখিয়া গ্রামে। গতকাল শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নাজমা বেগমের ছেলে আব্দুল মমিনের বরাত দিয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মহসিন আলী জানান, চিকিৎসার জন্য ভোলা থেকে নাজমা বেগম গতকাল ঢাকায় আসেন। সদরঘাট থেকে ব্যাটারিচালিত একটি রিকশায় ওঠেন তিনি। শনির আখড়ার দিকে যাওয়ার সময় লাল মসজিদের সামনে ম্যানহোলের ঢাকনার সঙ্গে রিকশাটির ধাক্কা লাগে। এতে রিকশা থেকে ছিটকে পড়েন তিনি। তখন পেছন থেকে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত