বাংলাদেশ জাতীয় জাদুঘরের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার, দুপুর ১২টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘জাদুঘর বা সংগ্রহশালা ইতিহাস ও বিবর্তন: পরিপ্রেক্ষিত বাংলাদেশ জাতীয় জাদুঘর’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইতিহাসবিদ ও বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ ও বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক মাহফুজা খানম। স্বাগত বক্তব্য প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। উক্ত সেমিনার ও আলোচনা সভার সংবাদ গ্রহণের জন্য আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের প্রতিনিধি প্রেরণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানানো হলো।