দুই বাসের চাপায় প্রাণ গেল হেলপারের

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে দুই বাসের মাঝে চাপা পড়ে একটি বাসের হেলপার নিহত হয়েছেন। তার নাম জিসান মিয়া (১৮)। গতকাল রোববার সকাল ৮টার দিকে মিরপুর এক নম্বর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন মিয়া। তিনি জানান, সকালে প্রজাপতি পরিবহন ও পরিস্থান পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করতে যায়। এ সময় দুই যানের চাপায় পড়ে জিসান নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জিসান কোনো বাসের চালকের সহকারী ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া তার বিস্তারিত পরিচয়ও জানা যায়নি। এসআই মহসিন বলেন, দুর্ঘটনার পর বাস দুটিকে জব্দ করা হয়েছে। চালকদের আটক করা হয়েছে।