রংপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
রংপুরে নবাগত জেলা প্রশাসকের আমন্ত্রণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে রংপুর জেলা প্রশাসক হলরুমে নবাগত জেলা প্রশাসক মোহম্মদ মোবাশ্বের হাসান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বর্তমান রংপুরের অবস্থান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করা হয়, সেক্ষেত্রে জেলা প্রশাসক ও সাংবাদিকবৃন্দ আলাদাভাবে সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, সাংবাদিক সমাজ, প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, বিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রংপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ রংপুরের সব ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।