ময়মনসিংহে ট্রাকচাপায় হাফিজুল ইসলাম হিফজু (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জ বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাফিজুল ইসলাম হিফজু নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি এ বছর এসএসসি পাস করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে চাচার মোটরসাইকেল নিয়ে পাথর ভাঙা এলাকা থেকে শম্ভুগঞ্জ বাজারের দিকে আসছিল হিফজু। পথে বকুলতলা এলাকায় পৌঁছালে একটি রিকশা পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ হিফজু পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে হিফজু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।