রংপুরে টিটিসিতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

বিএমইটির মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক গতকাল রোবরার ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস ও ডেঙ্গু প্রতিরোধে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) পরিবার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ক্যাম্পেইন কার্যক্রম এবং র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি-পরবর্তী সময় দমদমা বাজারে সাধারণ জনগণের মাঝে সচেতনতামূলক বক্তব্য রাখেন টিটিসির অধ্যক্ষ মো. নাজমুল হক এবং রংপুর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওর্য়াড কাউন্সিলর মো. শাহাদত হোসেন, রংপুর প্রেসক্লাব সভাপতি মো. মাহবুবুর রহমান হাবু, দমদমা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদক প্রমুখ। এতে টিটিসি ছাত্রছাত্রী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।